ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় আসছেন আজ

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আজ দুই দিনের সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা আসছেন। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী আসছেন।

এদিকে হঠাৎ করে আয়োজিত এ সফরের দিকে দৃষ্টি রেখেছে পশ্চিমা বিশ্ব। এখন বিশ্বের বিভিন্ন দেশে কারণ কিছুদিন থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবর্তে ল্যাভরভই রাশিয়ার স্বার্থ নিশ্চিতে সফর করছেন।

সব মহলেই বর্তমান বিশ্ব রাজনীতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

ঢাকায় অনুষ্ঠিত আইওআরএ কাউন্সিলের ২২তম বৈঠকে যোগ দিতে গত বছরের নভেম্বরে ল্যাভরভের বাংলাদেশ সফরের কথা ছিল। তখন কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় সফর।

সফরসূচি অনুসারে, আজ বিকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাকার্তা থেকে ঢাকা এসে পৌঁছবেন।পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। রাজধানীর একটি হোটেলে আজ সন্ধ্যায় প্রথমে দ্বিপক্ষীয় বৈঠক করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। তারপর ল্যাভরভের সম্মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

আগামীকাল শুক্রবার সফরের দ্বিতীয় দিন সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকালে ঢাকা ছাড়ার আগে রাজধানীর একটি হোটেলে সাবেক সোভিয়েত আমলে বাংলাদেশের যেসব শিক্ষার্থী রাশিয়ায় গিয়ে পড়াশোনা করেছেন, তাঁদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com