ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ঘাঘট নদীতে লাফ দিয়ে নিখোঁজ শিশুর ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় ঘাঘট নদীতে লাফ দেয়ায় মোশারফ (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোডার হাটের লেক পার্কের স্লুইসগেট সংলগ্ন ঘাঘট নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মোশারফ গোডার হাট গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে মোশারফ ৩ বন্ধু মিলে ঘাঘট নদীতে গোসল করতে যায়। এ সময় বন্ধুদের সাথে নদীতে লাফ দিলে মোশারফ নিখোঁজ হয়। খবর পেয়ে থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের দল এসে অনুসন্ধান চালিয়ে উদ্ধারে ব্যর্থ হন। অনুসন্ধানের এক পর্যায়ে ৩ ঘন্টা পর বিকেলের দিকে এক জনৈক ব্যক্তি মোশারফের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, নদীতে লাফ দেয়ায় মোশারফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com