আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মাদককারবারির সাথে জড়িত থাকার অভিযোগে ৪ আসামিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সদর থানার চরগড়পাড়া ও ডাউলী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চরগড়পাড়া বাক্কা দেওয়ানের পুত্র মোঃ রনি (২০), চান মিয়ার পুত্র সানি দেওয়ান (২২), বদরুদ্দিনের পুত্র রায়হান (২৫), দক্ষিণ দাউলী সায়েদ আলীর পুত্র আলমগীর হোসেন (২৪) এবং ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রামের বড় বাড়ইল গ্রামের হারুনুর রশিদের পুত্র মো: জামাল (৩৫)।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুর রউফ সরকার জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় সদর থানার অভিযানিক দল আসামিদের গ্রেফতার করে। বুধবার ৬ সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।