ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ৪ মাদক কারবারি গ্রেফতার

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মাদককারবারির সাথে জড়িত থাকার অভিযোগে ৪ আসামিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সদর থানার চরগড়পাড়া ও ডাউলী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চরগড়পাড়া বাক্কা দেওয়ানের পুত্র মোঃ রনি (২০), চান মিয়ার পুত্র সানি দেওয়ান (২২), বদরুদ্দিনের পুত্র রায়হান (২৫), দক্ষিণ দাউলী সায়েদ আলীর পুত্র আলমগীর হোসেন (২৪) এবং ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রামের বড় বাড়ইল গ্রামের হারুনুর রশিদের পুত্র মো: জামাল (৩৫)।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুর রউফ সরকার জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় সদর থানার অভিযানিক দল আসামিদের গ্রেফতার করে। বুধবার ৬ সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com