ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা প্রসাদ বিতরণ

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা)প্রতিনিধিঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ব্যাপক উৎসহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৬ আগস্ট) বুধবার বেলা ১১ঃ৩০ টায় কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাইর হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালয়ের পাশে এক বিশাল সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎকুমার গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন, ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, ইতালি আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রনি আহমেদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি গোবিন্দ মন্ডল, অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি কৃষ্ণপদ সরকার, সজল মুখার্জি, অসিত সেন ,রনজিৎ সরকার, কোষাধাক্ষ বরুণ ঘোষ, ধলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘরামি প্রমূখ। আলোচনা সভা শেষে ধর্মীয় আলোচনা করেন শ্যামনগরের গোপাল কৃষ্ণ দাস।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ বারোটি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদ সভাপতি সাধারণ সম্পাদকসহ কৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন নলতা কালীমাতা মন্দির এর পুরোহিত সঞ্জয় চক্রবর্তী পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল ভক্তবৃন্দের মাঝে প্রসার বিতরণ করা হয় ।এছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নে আমিয়ান রসিকান্দ গোড়ীয় মঠ হইতে উপজেলা প্রাঙ্গন হয়ে আবার মঠে এসে শুভ শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।

শোভাযাত্রাটির পরিচালনা করেন আমিয়ান রসিকনন্দ গৌড়ীয় মঠের ভক্তিবৈভব কেশবানন্দ বন মহারাজ। পরে গীতা পাঠ ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ করা হয় ।এদিকে উপজেলার মৌতলা ইউনিয়নে সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দীপালি ঘোষ, শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]