ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আব্দুল আজিজ স্যারকে নিয়ে আজকরে বিশেষ আয়োজন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট -১ম পর্ব

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

আস্সালামু আলাইকুম!  প্রিয় দর্শক, দ্যা সোশ্যাল টাইমস্ এর ধারাবাহিক  আয়োজন Political Development এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি আর শুভেচ্ছা।

প্রতিহিংসা মূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেড়িয়ে সুন্দর ও সুষ্ঠু  রাজনৈতিক পরিবেশ গড়ে তুলার লক্ষ্যে আমাদের এ ব্যতিক্রমী  আয়োজন। যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পরিচ্ছন্ন রাজনীতি চর্চায়  বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা  তুলে ধরেন।

আজকের আমন্ত্রিত অতিথি সফল উদ্যোক্তা,  সাংগঠনিক ও  বিশ্লেষক- মো: আব্দুল আজিজ। চেয়্যারম্যান- ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (কেন্দ্রীয় কমিটি) । চলনু,  কথা না বাড়িয়ে যুক্ত হই আজকের শ্রদ্ধেও অতিথির সাথে-

# দ্যা সোশ্যাল টাইমস্ এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। স্যার কেমন আছেন?

মো: আব্দুল আজিজ: আলহামদুলিল্লাহ, ভালো। সকল পাঠকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা Political Development এ যুক্ত হওয়ার জন্য।

# স্যার, রাজনৈতিক উন্নয়ন নিয়ে পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন-

মো: আব্দুল আজিজ:   সাধারণত রাজনৈতিক উন্নয়ন বলতে আমরা বুঝি  একটি পরিচ্ছন্ন ও সুন্দর রাজনৈতিক পরিবেশ। যেখানে গণতন্ত্রের প্রাধান্য ও জাতীয় উন্নয়নের  উপর বিশেষ গুরুত্ব থাকবে।

# বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদের অতিমাত্রায় রাজনীতিতে জড়িয়ে পড়া কতটা যৌক্তিক বলে মনে করছেন?

মো: আব্দুল আজিজ:  বাংলাদেশের ছাত্র রাজনীতি মুক্তিযুদ্ধের  সময় অনেক অবদান রেখেছে। একটি ভাল ছাত্র রাজনীতির মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলো  শৃঙ্খলাবদ্ধ  থাকে এবং ছাত্রদের শিক্ষাগত মান উন্নয়নে অগ্রভূমিকা পালন করে।

একজন ভাল ছাত্র রাজনীতিবিদের মা-বাবা অনেক সম্মানীত বোধ করেন। অপরদিকে যদি বিপরীত ভাবে চিন্তা করা হয়- ছাত্র রাজনীতি ছাত্রদের জন্য অভিশাপ। কেননা এতে যেমনটা  তাদের লেখাপড়ার ক্ষতি হয়, তেমনি তাদের নিজেদের মধ্যে একে অপরে মারামারি, হল দখল , অন্য ছাত্রদের উপর হত্যা আক্রমণ, মাদক সেবন ইত্যাদি এমন অনেককিছুই আমরা দেখতে পাই।

আসলে এগুলো এমন হওয়া  অপ্রত্যাশিত। একজন ছাত্র হতে তার শিক্ষক ও মা- বাবা এটাই আশা রাখে যে, সে উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী  ভূমিকা রাখবে।

# বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক উন্নয়নে অভিভাবক ও সুশীল সমাজের ভুমিকা কেমন হওয়া উচিত বলে মনে করছেন?

মো: আব্দুল আজিজ:  নি:সন্দেহে  সুশীল সমাজ আমাদের দেশের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে। ইদানিং আমাদের দেশের সমাজে দেখা যাচ্ছে, কিছু কিছু সুশীল সমাজ স্বার্থের জন্য বিভিন্ন রাজনীতির দলের ছত্র ছায়ায় নিজেদের সুবিধা ভোগ করার জন্য বিভিন্ন পক্ষপাত্বিত্য আচরণ করেন।

অথচ সুশীল সমাজকে দেশের জনগণ অনেক ভালোবাসে এবং তাদের কাছে বুক ভরা প্রত্যাশা নিয়ে যায়। কিন্তু তারা জনগণের পাশে না দাঁড়িয়ে যে দিকে সুবিধা বেশী সেদিকে কথা বলতে শুরু করে। জাতি ও দেশ তাদের কাছ থেকে এ প্রত্যাশা করে না। সুশীল সমাজের কাজ হল দেশ ও জনগণকে সঠিক পথ দেখানো।

# বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক দল গুলোর প্রতি আপনার পরামর্শ  কি? অনুগ্রহ করে বলবেন-

মো: আব্দুল আজিজ: দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক দল গুলোর ভুমিকা অত্যান্ত গুরুত্বপুর্ণ। দেশের জনগণ রাজনৈতিক দল গুলো হতে এই প্রত্যাশা করে যে, তারা তাদের সৎ ইচ্ছায় দেশের উন্নয়নের অগ্রণী ভুমিকা রাখবে, আইন ও শাসনব্যবস্থা শক্ত করবে এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তবে ইদানিং দেখা যাচ্ছে-

রাজনৈতিক দলাদলির কারণে একে অপরে মারামারি, মিছিল,মিটিং অশুভ আচরণ করছে।  যা দেশের উন্নয়নের জন্য বাধাগ্রস্ত। অথচ তাদের উচিৎ দেশের জনগণকে ভালোবেসে তাদের জন্য গঠনমূলক রাজনীতি করা। শৃঙ্খলা রক্ষা করা। দেশের জনগণ তাদের থেকে এটাই আশা করে যে, তারা সুষ্ঠু ও সুন্দর রাজনৈতিক  দল গঠন করে রাজনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

# দেশের রাজনৈতিক উন্নয়নে আপনার মতামত ও নির্দেশনা জানাবেন, স্যার-

মো: আব্দুল আজিজ:  দেশের রাজনৈতিক নেতৃবৃন্দদের  কাছে আমার প্রত্যাশা –

ক) রাজনীতিবিদদের দলাদলিতে একে অপরের প্রতি অশুভ আচরণ ও একে অন্যের বিরোদ্ধে  অপমান জনক কথা-বার্তা বন্ধ দেখতে চাই।

খ) দুর্নীতি মুক্ত,সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত,  চাঁদাবাজ মুক্ত ও জঙ্গী মুক্ত একটি দেশ দেখতে চাই ।

গ) গরীব অসহায়দের সহযোগীতা ও উন্নয়ন মূলক দেশ দেখতে চাই ।

ঘ) শহর ও নগর উন্নয়নে রাজনৈতিকবিদদের স্বচ্ছতা নিয়ে উন্নয়নের কাজগুলো সঠিকভাবে পরিচালনা দেখতে চাই।

 

#ধন্যবাদ, স্যার। ব্যস্ততার মাঝে দ্যা সোশ্যাল টাইমস্ কে সময় দেয়ার জন্য।

মো: আব্দুল আজিজ: দ্যা সোশ্যাল টাইমস্ এর প্রতি কৃতজ্ঞতা এ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। সাথে সাথে দেশ বিদেশের সকল পাঠকদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ!

 

( প্রিয় পাঠক,  চাইলে আপনিও Political Development  ধারাবাহিক প্রোগ্রামে যুক্ত হতে পারেন। যুক্ত হবার জন্য আপনার নাম,  ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ই-মেইল করুন। আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন। ই-মেইল: [email protected]

অথবা সরাসরি কল করুন: ০১৭৪৬-৭৬৫৭৯৩

ওয়েবসাইট: www.thesocialtimes24.com )

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]