ঢাকা২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কর্তৃক নবীনগরে ৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালের এসএসসি ও এইচএসসি ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব,  নবীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াবের হাসান জামিল,  নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম, নিয়াজুল হক কাজল, মো.শফিকুর রহমান,মোহাম্মদ সাইফুর রহমান সোহেল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নাসির উদ্দিন । প্রধান অতিথির বক্তব্যের স্থানীয় সংসদ বলেন,  “মেধাবিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে উৎসাহ প্রদান।উৎসাহ যদি দেওয়া না হয়, স্বীকৃতি যদি দেওয়া না হয় শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রেই নয় অফিস আদালতের ক্ষেত্রেও মেধাবীরা থমকে যাবে। মেধাবীদের কে সামর্থ্য অনুযায়ী উৎসাহ প্রদান করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com