ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২, ২০২৩ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আঃ হান্নান (সোহান), জামালপুর:

জামালপুর সদর উপজেলার পিয়ারপুরে সিক্স ডাউন (লোকাল) ট্রেনে কাটা পড়ে মো. শরিফুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ১ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মোঃ শরিফুল ইসলাম উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বড় মোল্লাঘাটা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে। তিনি ময়মনসিংহ জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সিক্স ডাউন ট্রেন পিয়ারপুর স্টেশনে প্রবেশের ৫শ’ গজ পশ্চিমে রেল লাইন পাড় হওয়ার সময় শরিফুল ইসলাম ট্রেনে কাটা পড়েন। তিনি কানেও কম শুনতেন।

স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম জানান, সকালে তিনি ট্রেনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে তিনি হোম সিগন্যালের কাছে রেল লাইন ধরে হেঁটে স্টেশনে যাচ্ছিলেন। ট্রেন স্টেশনে প্রবেশের সময় তাকে লাইন থেকে সরে যাওয়ার জন্য বারবার বাঁশি বাজালেও তিনি শুনতে পাননি। এ অবস্থায় ট্রেন স্টেশনে প্রবেশ করলে তিনি কাটা পড়েন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]