আব্দুল হান্নান (সোহান), জামালপুর।।
কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও জামালপুরে রৌমারী টুপকার চর বিলে একটি ছেলে নিখোঁজ হয়েছে। ৩১ আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৩ টা ৪৫ মিনিটের দিকে ছেলেটি বিলে নিখোঁজ হয় বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায় রৌমারী বিলে নিখোঁজ ছেলেটির নাম শফিকুল। তার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদীতে।
উদ্ধার কাজে অংশ নিয়েছিলো জামালপুর প্রশাসন ও ফায়ার সার্ভিসের জামালপুর ইউনিট। অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরও ছেলেটির কোন সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য,গত কয়েক সপ্তাহ আগে জামালপুর রৌমারী বিল টুপকার চরে বন্ধুদের সাথে পানিতে গোসল করতে এসে সৌহার্দ্য নামে একটি ছেলে নিখোঁজ হয়েছিল। ঘটনার পরদিন বিল থেকে জামালপুর প্রশাসন ও ফায়ার সার্ভিসের ইউনিট সৌহার্দের মৃতদেহ উদ্ধার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com