তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধ্রমজালের সৃষ্টি হয়েছে। মৃত্যুর তিনদিন পরে নিজ বসতঘর থেকে দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে ঘটেছে। থানা পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, চাঁচাই গ্রামের মৃত মাদার আলী গাজীর ছেলে আলী আহমেদ গাজী (৭৫) এর দুর্গন্ধযুক্ত লাশ বুধবার (৩০ আগষ্ট) বেলা ২ টার দিকে দেখতে পায় তার ছেলে শাওন শাহারিয়ার গাজী (৩৮)।
সে জানায় গত ২৮ আগষ্ঠ সন্ধ্যার পরে ছেলে শাওন ও তার স্ত্রী চাঁচাই বাড়িতে আসেনি। পিতার সাথে মাতা ও পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্ক ভালো ছিলোনা আলী আহমেদের। স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমানসহ পিবিআই ও ডিবি কর্মকর্তাসহ সঙ্গীয় ফোর্স।
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনদিন আগে অর্থাৎ ২৮ আগষ্ট সে মৃত্যুবরণ করেছে।
নিজ বসতঘরের খাটে সোয়া অবস্থায় লাশটি উদ্ধার করে। ঘরের আলমারী ও বাক্স খোলা থাকায় মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
এ বিষয়ে কথা হলে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন বলেন ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে সবকিছু পরে জানানো হবে।