ঢাকা৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

বার্তা বিভাগ
আগস্ট ২৯, ২০২৩ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে শিবালয় উপজেলার উত্তর মহাদেবপুর ও শিবালয় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উত্তর মহাদেবপুর গ্রামের শওকত আলীর পুত্র মো: কাদের মিয়া (৩৬) ও শিবালয় গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মো: রনি মিয়া (৩৬)। এসময় তাদের নিকট থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: হামীমুর রশীদ জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিনভর ৬ টি অভিযান পরিচালনা করা হয়। হেরোইন সহ গ্রেফতার করা হয় রনি ও কাদের নামে কুখ্যাত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো জানান, রনির বিরুদ্ধে ৭টি এবং কাদেরের বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে।
আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]