ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামালপুরের রামনগরে চাঞ্চল্যকর হাফিজুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

বার্তা বিভাগ
আগস্ট ২৮, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলায় রামনগর এলাকায় ডিশ লাইনের বিলকে কেন্দ্র করে হাফিজুর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম প্রধান আসামি মো. সৌরভ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প।

রবিবার 27 আগষ্ট শেরপুর সদর উপজেলার টাকিমারী চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সৌরভ হোসেন জামালপুর পৌর এলাকার রামনগর গ্রামের শহিদুল ইসলামে ছেলে।
জামালপুরের র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বকেয়া ১০০ টাকা ডিশ বিল নেওয়াকে কেন্দ্র করে নিহত মো. হাফিজুর রহমানের সাথে সৌরভ হোসেনের তর্ক-বিতর্ক হয়।

একপর্যায়ে সৌরভ হাফিজুরকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একসময় হাফিজুর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. কল্পনা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামি ছদ্মবেশ ধারন করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]