জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলায় রামনগর এলাকায় ডিশ লাইনের বিলকে কেন্দ্র করে হাফিজুর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম প্রধান আসামি মো. সৌরভ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্প।
রবিবার 27 আগষ্ট শেরপুর সদর উপজেলার টাকিমারী চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সৌরভ হোসেন জামালপুর পৌর এলাকার রামনগর গ্রামের শহিদুল ইসলামে ছেলে।
জামালপুরের র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বকেয়া ১০০ টাকা ডিশ বিল নেওয়াকে কেন্দ্র করে নিহত মো. হাফিজুর রহমানের সাথে সৌরভ হোসেনের তর্ক-বিতর্ক হয়।
একপর্যায়ে সৌরভ হাফিজুরকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একসময় হাফিজুর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. কল্পনা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামি ছদ্মবেশ ধারন করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।