তাপস মজুমদার (কালিগঞ্জ,সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬ পিচ ইয়াবাসহ ইসরাফিল গাজী (৫৭) ও আঃ হান্নান (৫১) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আরকৃত মাদক ব্যবসায়ী ইসরাফিল শ্যামনগর উপজেলার বংশপুর গ্রামের মৃত ইন্তাজ আলী গাজী ছেলে ও হান্নান কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের মৃত হয়েত আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে থানার এসআই খলিলুর রহমান সংগ্রিয় ফোর্স নিয়ে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়ীয়া এলাকা থেকে ৫১ পিচ ইয়াবাসহ আব্দুল হান্নানকে ও থানার এসআই মোল্লা শাহাদাত সঙ্গীয় ফোর্স নিয়ে একই ইউনিয়নের কুকুডাঙ্গা এলাকা থেকে ইসরাফিল গাজীকে ২৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।