ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে এক পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থী সহ আহত ৬

বার্তা বিভাগ
আগস্ট ২৭, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোঃবেলাল হোসেন চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:-

নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ এলাকার সংরক্ষিত সড়কে এক পাগলা কুকুরের কামড়ে স্কুল ছাত্র সহ ৬ পথচারী আহত হয়েছে। আহতরা হচ্ছে বাবুল পাটোয়ারী (৬৯), আরিফুল ইসলাম (২১), আবদুল বারেক (৩৩), তীর্থ মজুমদার (০৮), রুবেল (৩২) ও ইছাক করিম (১২)।

আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। বিষয়টি রবিবার (২৭ আগস্ট) বিকেলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ শহিদুল আহমেদ (নয়ন) সাংবাদিকে নিশ্চিত করেন।

এই ঘটনায় চাটখিল পৌর বাজারের ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে অনেকেই জানান, দীর্ঘদিন পৌর শহরে কুকুর নিধন না করায় পৌর এলাকায় কুকুরের উৎপাত বেড়ে গেছে। দিনে-রাতে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। তাই তারা দ্রুত কুকুর নিধনের ব্যাপারে পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com