ঢাকা৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি যুব ঐক্য পরিষদ ৬ষ্ঠ বর্ষে পদার্পণ

বার্তা বিভাগ
আগস্ট ২৫, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃশাজু রহমান, ভান্ডারিয়া প্রতিনিধি:

ইকড়ি যুব ঐক্য পরিষদ সংগঠনটি ২০১৮ সালের ২৫ আগষ্ট প্রতিষ্ঠিত হয়৷ বিগত পাঁচ বছর সকলের সহযোগিতার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভুমিকা পালন করে আসছে এ সংগঠনটি৷

সমাজের অসহায় দারিদ্র্য শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতের মৌসুমে দারিদ্র্য সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় রোগীদের ঔষধের ব্যাবস্থা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সাধ্যানুযায়ী নিজস্ব প্রচেষ্টায় চলে আসছে৷

ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে সংগঠনটির পথচলা শুরু । তার-ই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার ৫ম বছরেও কার্যক্রম অব্যহত থাকে৷
প্রবাসী, চাকুরীজীবী, ছাত্র সহ সকল মানবিক শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় সংগঠন টি তাদের এ কার্যক্রম পরিচালনা করে আসছে৷ সংগঠনটির ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ইউনিয়নের সর্বশ্রেণী পেশার মানুষ সংগঠনের কার্যক্রমক সাধুবাদ জানান।

ইউনিয়নের বিভিন্ন ব্যাক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনটির সার্বিক শুভকামনা ব্যাক্ত করেন এবং পরিচালনা পর্ষদের পক্ষ হতে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাননো হয়৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]