মোঃবেলাল হোসেন,চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:-
বর্তমান সময়ের শিক্ষার্থীরা নেতৃত্বে আসলে দেশে আর দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।
নোয়াখালীর চাটখিলে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুর্নীতি দমন কমিশন কর্তৃক মাধ্যমিক পর্যায়ের সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের বাচ্চাদের সামনে কোনো মিথ্যা কথা বলা যায় না। আজকের বাচ্চারা তাদের বাবা মায়ের বলা মিথ্যা কথারও প্রতিবাদ করে। বর্তমান জেনারেশনের সামনে কোনো কিছুই লুকানো যায় না। মোবাইল (ইন্টারনেট) ব্যবহার করে তারা সব সত্য বের করে ফেলে। বর্তমান জেনারেশনের যারা অফিসার, তারা আগের জেনারেশনের চেয়েও বেশি দুর্নীতি মুক্ত। তাদের দেশপ্রেম, সততা অন্যদের চাইতে আরও বেশি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরাই একদিন এ-দেশের নেতৃত্ব দিবে। তোমরা যেদিন নেতৃত্ব দিবে তখন এদেশে দুর্নীতি দমন করা করা লাগবে না, তখন এদেশ থাকবে দুর্নীতি মুক্ত।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ. এম. আলী তাহের ইভু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান উল্যা চৌধুরী প্রমুখ।
মাধ্যমিক শ্রেণির শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুদকের লোগো ও দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল স্কুল ব্যাগ, খাতা, জ্যামিতি বক্স, কলমদানি, টিফিন বক্স, ওয়াটার পট, পার্স, মেজারিং স্কেল, ডাস্টবিন ইত্যাদি। এসময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৯৯ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৪০০টি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।