ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত; ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত 

বার্তা বিভাগ
আগস্ট ২৪, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহত হয়েছেন।

বিবিসি থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, রাশিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) রাশিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

উড়োজাহাজটিতে ছিলেন ১০ জন যাত্রী।  রাশিয়া থেকে যে ১০ জন নিহতের তালিকা দেয়া হয়েছে তাতে ইয়েভগিনি প্রিগোজিনের নাম রয়েছে।

ওয়াগনার ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন এর আগে জানিয়েছে যে,  মস্কোর উত্তরে তেভর অঞ্চলে উড়োজাহাজটিকে গুলি করে নামানো হয়।

উল্লেখ্য, গত জুনে রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন প্রিগোজিন ; যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর আড়ালে চলে যান আলোচিত ওয়াগনার বাহিনীর প্রধান। তার প্রায় এক মাস পর জুলাইয়ের ২০ তারিখে প্রথমবারের মতো তার জনসম্মুখে আসার খবর পাওয়া যায়।

তার এক মাস যেতে না যেতেই এবার তার মৃত্যুর খবর এলো।-বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]