আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের কৃতি সন্তান ১৫ বিসিএস ক্যাডারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। তারা ৪১তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত।
বুধবার (২৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার নবাগত ক্যাডারদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এ সময় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ৪১তম বিসিএস এ মানিকগঞ্জ জেলার ১৫ জন সুপারিশ প্রাপ্ত হয়েছে। এদের মধ্যে প্রশাসনে ৩ জন, রোডস এন্ড হাইওয়ে ১ জন, শিক্ষায় ৬ জন, পরিবার পরিকল্পনায় ১ জন, সমবায়ে ১ জন, ফরেস্টে ১ জন, লাইভস্টকে ১ জন এবং রেলওয়ে ক্যাডারে ১ জন।
জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, নবাগত ক্যাডারগন শুধু মানিকগঞ্জের গর্ব নয়। দেশ ও জাতির গর্ব। তাদের ভবিষ্যৎ পেশাগত সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।