ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবল বিপ্লব প্রামানিকের জানাজা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
আগস্ট ২৪, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা শহরে ট্রাকের ধাক্কায় নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল বিপ্লব প্রামানিকের জানাজা নামাজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে শহরের পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে।
এসময় পুলিশ সুপার কামাল হোসেনসহ পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গাইবান্ধা শহরের বড় মসজিদের নিকট পুরাতন জেলখানা মোড়ে বৃহস্পতিবার, ২৪ আগস্ট সকাল সোয়া ৬ টার দিকে অবস্থানকালে বালাসি ঘাটের দিক থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে বিপ্লবকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]