ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাটুরিয়ায় আন্ত:জেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

বার্তা বিভাগ
আগস্ট ২৩, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
কৃষি উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ চুরির অভিযোগে আন্ত:জেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় চু‌রি যাওয়া বেশ ক‌য়েক‌টি পাওয়ার টিলার শ্যালো মেশিন জব্দ করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) সকা‌লে মা‌নিকগঞ্জের পু‌লিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার সাটু‌রিয়া থানায় এক প্রেস বি‌ফ্রিং‌য়ে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো সাটু‌রিয়ার হরগজ নদীর উত্তর পার গ্রা‌মের মো: রু‌বেল হো‌সেন (৩৫), মো: শরীফুল ইসলাম (২৯), রাজু মিয়া (২৬), মো: রাজীব হো‌সেন (৩০), কামতার কমর দেওয়ান (৩৪) ও ঢাকা জেলার ধামরাই উপ‌জেলার নগৎনগর গ্রা‌মের আব্দুল ল‌তিফ ০)।
প্রেস বি‌ফ্রিং‌য়ে পু‌লিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, মা‌নিকগ‌ঞ্জের বি‌ভিন্নস্থা‌নে কৃষক‌দের পাওয়ার টিলার এবং জ‌মি‌তে পা‌নি দেওয়ার জেনারেটর চু‌রির অ‌ভি‌যোগ আসার পর আমরা গোপ‌নে খবর নি‌চ্ছিলাম কারা এগু‌লো ঘটা‌চ্ছে। গত ২২ তা‌রি‌খে এরকম অ‌ভি‌যোগ আসার পর মামলা নি‌য়ে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এবং ৬টি পাওয়ার টিলার, ২ টি পুরাতন জেনা‌রেটর যাহার প্রতি‌টির সা‌থে ১‌টি স‌্যা‌লো মে‌শিন সংযুক্ত, ৩টি পা‌নির পাম্পসহ পুরাতন ৬টি স‌্যা‌লো মে‌শিন উদ্ধার করে করা হয়। যার আনুমা‌নিক বাজার মূল‌্য ১৪ লক্ষ ৯৩ হাজার টাকা। গ্রেফতারকৃতরা এ চু‌রির সা‌থে জ‌ড়িত বলে স্বীকার ক‌রে‌ছে। ‌বি‌ভিন্ন স্থান থে‌কে চু‌রি ক‌রে তারা এ মালামাল ধামরাই‌তে নি‌য়ে বি‌ক্রি কর‌তো।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সুকুমার বিশ্বাস জানায়, অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com