ঢাকা২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেস্টুন হাতে পথে পথে এভাবেই মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছেন সিফাত

বার্তা বিভাগ
আগস্ট ২২, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ জুয়েল রানা,স্টাফ রিপোর্টার (ব্রাক্ষণবাড়িয়া):

নামাজ জীবনের সাথি, নামাজ বেহেশতের চাবি’ লেখা ফেস্টুন হাতে নিয়ে মানুষকে নামাজের দাওয়াত প্রচার করছেন- মো. সিফাত (১৬)।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাল শহর এলাকার বাসিন্দা সিফাত দশম শ্রেণির একজন শিক্ষার্থী। জানা গেছে, সোমবার সকালে নবীনগর পৌর এলাকায় ফেস্টুন নিয়ে বাসস্ট্যান্ড বা জনসমাগম এলাকায় ঘুরে ঘুরে মানুষকে নামাজ পড়ার আহ্বান জানায় সিফাত।

‘নামাজ জীবনের সাথি, নামাজ বেহেশতের চাবি লেখা ফেস্টুন নিয়ে শহর ঘুরে সে মানুষকে নামাজের ফজিলত সম্পর্কে বোঝায়। নামাজ পড়লে কী হবে, না পড়লে কী হবে এসব নিয়ে মানুষের সঙ্গে কথা বলে। এভাবে গত ২৫ দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের বিভিন্ন স্থানে গিয়ে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানাচ্ছে সে।
সিফাত বলেন, ‘প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দেন, নামাজ বেহেশতের চাবি। তারপরও মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত। দুনিয়ার সাময়িক মোহ, লোভ-লালসায় পড়ে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। প্রতিদিন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করবে, তাঁর পক্ষে কোনো অন্যায় কাজ করা সম্ভব না।’

শুধু দাওয়াতই নয়, সিফাত আজান শোনার সঙ্গে সঙ্গে সাথিদের নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ইসলাম প্রচারে সবার সহযোগিতা চেয়েছে সে। সিফাতের আশা, সমগ্র বাংলাদেশ ঘুরে মানুষকে নামাজ কায়েমের দাওয়াত দেবে সে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com