ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

বার্তা বিভাগ
আগস্ট ২২, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

সর্বজনীন পেনশন ব্যবস্থা সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (২২আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড আবু বকর সিদ্দিক খান তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাশারের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়।
এসময় জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদ আব্বাস আকাশ, জসিম উদ্দিন, প্রদীপ বসু, ফরিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়
এডভোকেট তুষার বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর সুফল পাবে দেশের অধিকাংশ জনগোষ্ঠী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ দেশবাসীকে আশান্বিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]