তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা চম্পাফুল ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও শোকসভা পালিত হয়েছে। রবিবার (২০ই আগষ্ট) বিকাল ৪টায় চম্পাফুল বাজার সংলগ্নে ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
সন্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোজাহার হোসেন কান্টু,জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ বাবলুর রহমান বাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, সাবেক বিএ ল কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম। তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হিল্লোল। নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি। চম্পাফুল ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্বাস উদ্দিন। সদস্য গাজী আব্দুস সালাম চম্পাফুল ইউনিয়ন ইউপি সদস্যা সাদিয়া সুলতানা প্রমুখ।
এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই, তা বাঙ্গালি জাতির জন্য দুর্ভাগ্যের। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী দেশকে দাবিয়ে রাখার পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় তাঁরা রক্ষা পান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের স্বজনদের হারানোর শোককে শক্তিতে পরিনত করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।১২টি ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি, সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।