ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ২৩ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি বুদা প্রামানিক গ্রেফতার

বার্তা বিভাগ
আগস্ট ১৯, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বুদা প্রামানিক (৬৫) দীর্ঘ ২৩ বছর পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। তিনি উপজেলার হিংগারপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র।
গতকাল শুক্রবার (১৮ আগস্ট) সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জন সঙ্গীয় পুলিশসহ অভিযান চালিয়ে মাদারীপুর জেলা থেকে তাকে গ্রেফতার করেন।

শনিবার (১৯ আগস্ট) থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বুুদা প্রামানিক সাদুল্লাপুর থানা জিআর নং-৬৮২/৯৬, এসসি নং-২৩/৯৯ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি। দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদারীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়। আজ সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com