আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য দায়ী দেশ সমুহের নিকট ক্ষতিপূরণ আদায়ের দাবিতে শিবালয়ে প্রতীকি যুব ধর্মঘট, স্কুল বক্তৃতামালা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলার ফলসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক কর্মসূচি আয়োজন করে। এতে শিবালয় অঞ্চলের বিপুল সংখ্যক উদ্যমি যুবক-যুবতী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে ও সেচ্ছাসেবী যুবক মুশফিকুর রহমান নিবিড়ের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন লোকমোর্চা মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তায়েবুর রহমান টিপু, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, স্কুল শিক্ষক আব্দুল মান্নান, ইয়ুথ গ্রীণ ক্লাবের জেলা সহ-সভাপতি মিজানুর রহমান হৃদয়, বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার, যুব নেতা মো.আশফরাফ আলী, বুলবুল আহমেদ, কাজী তানভীর আহমেদ প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশসমূহের নিকট উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেন।
পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।