আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:দিনের পর দিন বেড়েই চলছে আমিষের সবচেয়ে বড় উৎস ডিমের দাম। স্বস্তি নেই মাছ, মাংস, সবজিসহ নিত্যপণ্যের বাজারেও। একেক সময় একেক পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। আগে থেকেই অনেক নিত্যপণ্যের দাম বেড়ে আছে। এরই মধ্যে সপ্তাহজুড়ে বেড়েছে ডিমের দাম। নতুন করে ডিমের বাজারে অস্থিরতা ভোগাচ্ছে সাধারণ জনগনকে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি হাট-বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম ৫২থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে গত সপ্তাহ আগেও ডিমের হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। পাইকারী দোকান গুলোতে ডজন পড়ছে ১’শ ৪৪ টাকা করে। স্থানভেদে খুচরা দোকানগুলোতে ১’শ ৫৬ টাকা থেকে ১’শ ৬২ টাকা পর্যন্তও বিক্রি হতে দেখা গেছে। দেশি মুরগির ডিমের শও বিক্রি হচ্ছে ১ হাজার ৫’শ টাকায়।
তবে হঠাৎ ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে সদর উপজেলার কামারজানি হাটের ডিম ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন অঞ্চলে লেয়ার মুরগি মারা গেছে। ফলে ডিমের উৎপাদন কমে গেছে। চাহিদা অনুযায়ী ডিমের উৎপাদন কম আমদানি নেই। তাই দাম বেড়েছে। কাউন্সিলের বাজারের ডিম ব্যবসায়ীর কাছ থেকে ডিমের বাজার জানতে চাইলে ডিম বিক্রেতা বলেন, গেল সপ্তাহে ছিল টানা বৃষ্টি। বৃষ্টি হলে রাস্তায় গাড়ি বের হতে চায় না। নানা রকম দুর্ঘটনার আশঙ্কা থাকে। এসব কারনে ২ সপ্তাহ ধরে একটু একটু করে বাড়ছে ডিমের দাম।