আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির।
এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মোকছেদুর রহমান ও এডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সম্পাদক এসএম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া একই সময় ৭টি থানা ও ২টি পৌর ইউনিটে অনুরূপ কর্মসূচি পালিত হয় বলে জেলা বিএনপি সূত্র জানায়।