ঢাকা৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে মশক নিধন কর্মসুচি

বার্তা বিভাগ
আগস্ট ১৫, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসক রেহেনা আক্তারের নেতৃত্বে সচেতনতা মূলক শোভাযাত্রা, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক রেহেনা আক্তারের নেতৃত্বে একটি সচেতনতামুলক শোভাযাত্রা বের করা হয়। পরে ৫টি স্কুলের আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও লিফলেট বিতরন করা হয়।এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল -কলেজের শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে হলে সকলকে সচেতন হতে হবে। মশা কমলেই কেবল ডেঙ্গু কমবে।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]