মোঃশাজু রহমান, ভান্ডারিয়া প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ইয়াসিন আরাফাত রানা’র সাথে সকল শ্রেণি পেশার মানুষের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৪ ই আগস্ট) সোমবার সন্ধ্যায় উপজেলার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে রাজনৈতিক, কর্মজীবী, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষের সাথে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
এসময় অনান্যদের মধ্যে, ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ উপজেলা, ইউনিয়ান, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ ও ইউপি সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।