ঢাকা৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় নবাগত ইউএনও’র সাথে পরিচিত সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
আগস্ট ১৫, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃশাজু রহমান, ভান্ডারিয়া প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ইয়াসিন আরাফাত রানা’র সাথে সকল শ্রেণি পেশার মানুষের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৪ ই আগস্ট) সোমবার সন্ধ্যায় উপজেলার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে রাজনৈতিক, কর্মজীবী, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষের সাথে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

এসময় অনান্যদের মধ্যে, ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ উপজেলা, ইউনিয়ান, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ ও ইউপি সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]