মোহাম্মদ মেরাজ, নরসিংদী:
নরসিংদীতে সদর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
১৫ আগস্ট সকালে, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রশাসক কার্যালয়ের সামনে জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযুদ্ধ সংসদ, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুখ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. নুরুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান।
এছাড়া জেলার সকল উপজেলা ও পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশ নেন সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা। তাছাড়াও দিবসটি পালনে দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।