তাপস মজুমদার,কালিগঞ্জ-সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ৪৮তম জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ চত্তরে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল আলোচনা মধ্য দিয়ে ১৫ই আগস্টের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: মনজুর আলম, ইউপি সদস্য পীযুষ কান্তি রায়, গোলাম রব্বানী, মো: আফছার উদ্দিন, ফারজানা, জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, জিএম আব্দুল কাদের, আব্দুস সালাম,মোঃ খলিল সরদার, পূর্ণিমা রানী, রোজিনা খাতুন, লাইলী পারভীন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইউনুস আলী।
এছাড়া ইউপি উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।