জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের রামনগর উত্তরপাড়ায় ডিস লাইনের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে ডিস লাইনের মালিক পক্ষ সৌরভের হামলায় মাইক্রোবাস চালক হাফিজুর রহমান নিহত হয়েছে।
নিহত হাফিজুর জামালপুর পৌরসভার রামনগর সাত রাস্তা মোর এলাকার শাজাহান মিয়ার পুত্র। ঘাতক সৌরভ একই এলাকার শহীদ মিয়ার পুত্র।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান, আজ সকালে জামালপুর পৌরসভার রাম নগর সাত রাস্তার মোড় এলাকায় ডিস লাইন এর বিল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইক্রোবাস চালক হাফিজুর কে এলোপ্যাথারি কিল ঘুসি দিয়ে আহত করে সৌরভ নামের এক যুবক।
ঘটনার এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ঘাতক সৌরভ। পরে গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাফিজুর (৩২) এর পিতা শাহাজাহান মিয়া। খুনি সৌরভের (২৫) পিতার নাম শহিদ মিয়া। তারা একই এলাকার বাসিন্দা। নিহত হাফিজুরের ৩ শিশু কন্যা আছে। লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । পুলিশ খুনিকে ধরতে মাঠে নেমেছে।