ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে তারেক -মিশুকের মৃত্যুবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
আগস্ট ১৩, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও প্রথিতযশা সাংবাদিক মিশুক মুণীরের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর থানাধীন জোকা নামক স্থানে এই স্মৃতিচারণমূলক কর্মসূচি পালিত হয়।

মানিকগঞ্জ প্রেস ক্লাব, তারেক মাসুদ- মিশুক মুনীর স্মৃতি সংসদ ও বারসিক যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।
২০১১ সালের ১৩ আগস্ট সকাল ১১ টায় ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং স্পট পরিদর্শন শেষে আরিচা থেকে ঢাকায় ফেরার পথে জোকা নামক স্থানে মর্মান্তিক মাইক্রোবাস দুর্ঘটনায় তারেক মাসুদ ও শহীদ বুদ্ধিজীবী মুণীর চৌধুরীর ছেলে এটিএন নিউজের প্রধান নির্বাহী আশফাক মুনির ওরফে মিশুক মুণীরসহ ৫ জন নিহত হন। গুরুত্ব আহত হন তারেক মাসুদের সহধর্মিনী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি। ওই মাইক্রোবাসের ৯ আরোহী সকলেই হতাহত হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও বারসিক গবেষক মো: নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট দীপক কুমার ঘোষ।

বক্তারা নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। দীপক ঘোষ বলেন, দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ‘মাটির ময়না’র পরিচালক তারেক মাসুদ। ১৯৮৯ সালে চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে ‘আদম সুরত’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন বিশ্বনন্দিত হয়েছিলেন তারেক মাসুদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৯৯৫ সালে তার নির্মিত প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’ (১৯৯৬) প্রশংসিত হয় দেশের গণ্ডি পেরিয়ে আন্তজাতিক অঙ্গনেও। এরপর ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ দেশের চলচ্চিত্রকে নিয়ে যায় আন্তজাতিক অঙ্গনে। ক্যামেরা ‘ডিরেক্টর’ হিসেবে কাজ করে যেসব বাংলাদেশী আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন, তাদের মধ্যে আশফাক মিশুক মুনীর ছিলেন অন্যতম।

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিও গ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। সবার কাছে মিশুক মুণীর নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’র প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাদের দু’জনকে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com