আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর আবারও গাইবান্ধায় চালু হচ্ছে বহু কাঙ্খিত রামসাগর এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি চালুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এ রুটের যাত্রী সাধারণ।
জানা গেছে, ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয়ে ছিল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। কিছুদিন চলার পর ২০১১ সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায়। ট্রেনটি সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। গাইবান্ধা থেকে মাত্র সাড়ে ৪ ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যেতো। দিনাজপুরগামী এই ট্রেনটি দিনাজপুর থেকে বেলা ২টা ৫০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশনের উদ্দেশে ছেড়ে এসে পুনরায় সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করত।
ট্রেনটি চালু হবার পর সাঘাটার বোনারপাড়া, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি গাইবান্ধা সদরসহ রংপুর বিভাগের অন্যান্য জেলার জনসাধারণ বাসের পরিবর্তে ট্রেনেই যাতায়াতের দিকে ঝুকে পড়েছিল। ট্রেনটি আবার চালু হলে দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার সমাধান ঘটবে। এমনটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর।
সিপিবির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ বলেন, ভাড়া কম সেই সাথে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলো। কিন্তু দীর্ঘদিন ট্রেনটি বন্ধ থাকায় এ জেলার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছিল। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অন্যতম যানবাহন ছিল এ ট্রেনটি। এটি চালুর জন্য বাসদ গাইবান্ধাসহ আমরা সিপিবির পক্ষ থেকে দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম করেছি। ট্রেনটি চালুর খবর শুনে ভালো লাগলো।
গাইবান্ধা-৫(ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, এটা ছিল আমার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সে অনুযায়ী আগামী ২৯ আগস্ট ট্রেনটি পুনরায় রুটে চালু করার কথা রয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বোনারপাড়া স্টেশনে ট্রেনটি পুনরায় চালু করবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘ দিনের এই দাবি পূরণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।