ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা থেকে চুরি হওয়া সিএনজি (অটোরিকশা) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ। আজ ১২আগস্ট , শনিবার গ্রেফতারকৃত গাড়ি চোর চক্রের ৫ সদস্য নজরুল ইসলাম, সজলু মিয়া, সুহান মিয়া, হুশিয়া মিয়া ও কামরুলকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট জগন্নাথপুর পৌর-সভার হবিবনগর এলাকার আবুল হোসেনের গ্যারেজের সামন থেকে চুনু মিয়ার মালিকানাধীন একটি সিএনজি (অটোরিকশা) চুরি হয়ে যায়। এ ঘটনায় চুনুমিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রুজু করেন।
মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর-শান্তিগঞ্জ সহকারী পুলিশ সুপার (সার্কেল)শুভাষীস ধরের তত্বাবধানে থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টর সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চুরির সাথে জড়িত ৫ চোরকে গ্রেফতার করা হয়।
এসময় আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে মোতাবেক ১১(আগস্ট) শুক্রবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে চুরি কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কার,যার- রেজিঃ-নং ঢাকা মেট্রো-গ ১১-৭৪৭৭ গাড়ি এবং চুরি হওয়া একটি সিএনজি গাড়ি যার মূল্যে প্রায় ৫ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয় জগন্নাথপুর থানা-পুলিশ।
থানার সাব-ইন্সপেক্টর সাব্বির আহসান জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা এবং বিভিন্ন জাগায় সিএনজি (অটোরিকশা) চুরির সঙ্গে জড়িত। সিএনজি চুরির সাথে জড়িত অন্যান্য চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহ রয়েছে।