ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধার লক্ষ্মীপুরে সড়কের বেহাল দশা, চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বার্তা বিভাগ
আগস্ট ১২, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের লক্ষ্মীপুর ব্রাক অফিসের সামনে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোন সময় মারাত্নক দূর্ঘটনার আশংকা।

স্থানীয় সুত্রে জানা গেছে, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। রংপুর বিভাগীয় শহরের সাথে যোগাযোগ রক্ষা করায় এ সড়ক পথে প্রতিদিন অসংখ্য অটোবাইক, সিএনজি, পিকআপ, ট্রাকসহ দিবা ও নৈশ কোচ চলাচল করে থাকে। এ সড়ক পথের লক্ষ্মীপুর ব্রাক অফিসের সামনে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্তমান বর্ষা মৌসুমে ওই সব গর্ত কাঁদা পানিতে সয়লাব হওয়ায় যানবাহন দুরের কথা পায়ে হেঁটে চলাই দুষ্কর। জরুরি অবস্থায় রোগী এ্যাম্বুলেন্সে হাসপাতালে নিতেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়কটির এ স্থান দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় ঘটতে পারে প্রাণহানীর মতো মারাত্নক দুর্ঘটনা।

এ ব্যাপারে দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি মিলবে এমনটাই প্রত্যাশা এলাকার সর্বস্তরের জনগণের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]