ঢাকা৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কার্যকর

বার্তা বিভাগ
আগস্ট ১১, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি:-

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় বাজার তদারকি কালে ভোক্তা অধিকার আইনে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা ধার্য করেছে ভ্রাম্যমাণ আদালত।

৯ (আগস্ট )বুধবার জগন্নাথপুর সদর বাজারে উপজেলা নির্বাহী কর্ম-কর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজেদুল ইসলাম এর নেতৃত্বে হোটেল-রেস্তুরার খাদ্যদ্রব্যে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ভেরাইটিজ ষ্টোর সহ নানা ব্যবসা প্রতিষ্টানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, এবং বাংলাদেশ দন্ডবিধি-১৮৬০ এর অধীনে পণ্যের মোড়ক ব্যবহার না করা, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কার্য সম্পাদন, অবহেলা,দায়িত্বহীনতা বা অসতর্কতা অবলম্বনে গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, বা জীবনহানি ঘটানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্যে ব্যবহৃত উপকরণ ক্ষতিকর রূপ নিয়েছে ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়া সত্বেও প্রস্তুতকৃত খাদ্যে মিশ্রন,সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বর্ণিত আইনের অধীনে মোট ১১ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৯ হাজার টাকা আর্থিক জরিমানা ধার্য করা হয়।

এসময় অভিযুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও তৈরিকৃত খাদ্যর গুণগতমান নিশ্চিত করতে অধিকতর সচেতন হতে এবং পণ্যে মোড়ক ব্যবহার,দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ , স্বাস্থ্য, বা জীবনহানি ঘটে এমন কার্য পরিচালনা না করা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করতে অধিকতর সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সা�

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]