আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে সাংবাদিক সমাজের আয়োজনে বৃহস্পতিবার ( ১০ আগষ্ট) সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
অনুষ্ঠিত এ মানববন্ধনে গোবিন্দগঞ্জ নাগরিক সমাজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জীবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি খোকন আহাম্মেদ, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কাটাখালি সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক,
গোবিন্দগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি বিজয়টিভির প্রতিনিধি ডিপটি প্রধান,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আনন্দ টি়ভির প্রতিনিধি উজ্জল হক প্রধান, রিপোর্টাস ফোরামের সাধারন সম্পাদক তারাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান,সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু,জেএসডি উপজেলা শাখার সভাপতি কমরেড আইয়ুব হোসেন সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রিপোর্টাস ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক কালা মানিক দেব, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকা উপজেলা প্রতিনিধি সুমন সরকার, মাইটিভি উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু, সকালের সময় উপজেলা প্রতিনিধি শাহিন আলম জোবাদুর রহমান সাগর, ফরহাদ হোসেন ফিটুল, বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম, রতন সরকার, মিজানুর রহমান, ওয়াজেদ আলী, রুপম আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বক্তরা, অবিলম্বে ৫ সাংবাদিককে মারপিট করে হত্যার চেষ্টার মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন, অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষনা করবেন বলে জানান।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার শোলাগাড়ী ঈদগাঁহ মাঠ আলিম সিনিয়র মাদ্রাসায় ৫ সাংবাদিক অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে কথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজগং এর সন্ত্রাসী হামলায় আহত হন।