আবু নাঈম রিপন:
নরসিংদী জেলার শিবপুর উপজেলা চত্বরের পাশে চারটি সরকারি অফিসের সামনে ময়লা আবর্জনা,এছাড়া
একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি। উপজেলার ভিতরে বসবাসরত লোকজনই যএতএ ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে, বর্তমানে জায়গাটি মশা উৎপাদনের কারখানায় পরিনত হয়েছে।
এখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
পানির উপর দিয়েই যেতে হয় এসব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রার্থীদের। শুকনো দিনেও ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশ দেখে মনে হয় পরিত্যক্ত জায়গা।
এ বিষয়ে উপজেলা নিবাহী অফিসার জিনিয়া জিন্নাতের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
সরকারি অফিসের সামনে এধরণের পরিবেশ
ভাবতেই অবাক লাগে।
সমস্যাটি দীর্ঘদিনের হলেও দেখার কেউ নেই।