ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছার ৯৩ তম জন্মবার্ষকী উদযাপন

বার্তা বিভাগ
আগস্ট ৯, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ-

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

৮ আগস্ট- মঙ্গলবার, জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এবং উপজেলা পরিষদের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনাসভা,দোয়া মাহফিল ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী,জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক  মিজানুর রহমান,পুলিশ পরিদর্শক(তদন্ত) সুশংকর পাল, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস,সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা তথ্য কর্মকর্তা ঝরনা বেগম,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া,সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]