আমিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে অবশিষ্ট ২২৭ টি ঘর উপহার দিয়ে জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কলফারেন্সের মাধ্যমে ঘরের দলিল ও চাবি হস্তান্তর মাধ্যমে এই ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানিকগঞ্জের ৭টি উপজেলার ১ হাজার ৪’শ ৪৫ জন অসহায় পরিবারের মাঝে এই ঘর হস্তান্তর করা হলো।
আজ সদর উপজেলায় ১১৯টি, শিবালয় উপজেলায় ১৯টি ও হরিরামপুর উপজেলায় ৮৯টি ঘর হস্তান্তর করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৭টি উপজেলায় ১২২৮টি ঘর নির্মাণ করে অসহায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, সুবিধাভোগী পরিবারের মাঝে কর্মমুখী প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রধানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।