ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি-সুনামগঞ্জঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক উপজলার প্রত্যান্ত অঞ্চলে পানি সরবরাহের স্মল স্কীম বাস্তবায়নের লক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ (আগস্ট মঙ্গলবার) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল বেতাউকা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের পুত্র সাহদাত মান্নান অভি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন,জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুল গফুরের সভাপতিত্বে ও বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী (এলজিইডি)সোহরাব হোসেন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল মিয়া মেম্বার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমূখ।
এ-সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়া উপজেলার স্বজনশ্রী, গয়াসপুর, মজিদপুর সহ পৃথক স্থানে এ সভা অনুষ্ঠিত হয়েছে।