আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা খালে গোসলের জন্য ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হয় শিহাব মিয়া (২১) নামের এক কলেজছাত্র। নিখোজের ২০ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। বুধবার (৯ আগস্ট) সকাল ৯ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা খালে এ ঘটনা ঘটে।
নিহত শিহাব মিয়া ওই ইউনিয়নের শিহিরপুর গ্রামের খাজা মিয়ার ছেলে ও স্থানীয় শহরগাছী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, ওই সময় শিহাব মিয়াসহ ৫ জন বন্ধু পানিতলা খালে গোসল করতে যায়। সেখানে সবাই ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফ দেয়। এরই মধ্যে অন্য ৪ বন্ধু উঠতে পারলেও নিখোঁজ হয় শিহাব। এরপর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পায়নি। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটরস্থলে উপস্থিত হয়ে ডুবুরি দলের সহায়তায় বুধবার সকাল ৯ টার দিকে শিহাবের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।