মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার-নবীনগর(ব্রাক্ষণবাড়িয়া):
আমাদেরকে সবার আগে মানুষ হতে হবে : পরিকল্পনা মন্ত্রী এম,এ,মান্নান।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা বৃত্তি প্রদান ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আমাদের সকলকে সবার আগে মানুষ হতে হবে। কোনো বৈষম্য তৈরি করা যাবে না, কে কালো কে ফর্সা কে ধনী কে গরিব সকলেই আল্লাহর সৃষ্টি। সকলে মিলে এই দেশটাকে আরো উন্নত করতে হবে তাই প্রয়োজন প্রচুর পরিশ্রম।
উন্নত ভবিষ্যৎ গড়তে হলে বিজ্ঞানভিত্তিক পড়ালেখার কোনো বিকল্প নাই।’
তিনি আরো বলেন, ‘বর্তমান প্রজন্ম অনেক মেধা সম্পন্ন, তোমাদের কাছে সব ধরনের খবর আছে, তোমাদের হাতে রয়েছে এই উন্নত প্রযুক্তির মোবাইল, তাই এ মোবাইল ফোনটি ভালো কাজে ব্যবহার করতে হবে।’
অনুষ্ঠানে শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি মাহবুব আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ,উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অধ্যক্ষ ইকবাল হোসেন।