মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
নূরনগর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তির মাধ্যমে পাশে দাঁড়ান অত্র এলকার কৃতিসন্তান শিক্ষানুরাগী হোসেইন আহমদ খোকন।
Nur-A Recruiting Agency Ltd এর কর্ণধার মি. খোকন A+ প্রাপ্ত শিক্ষার্থীদের ৫০০০ টাকা, A প্রাপ্ত শিক্ষার্থীদের ৩০০০ টাকা এবং
A- প্রাপ্ত শিক্ষার্থীদের ২০০০ টাকা বৃত্তি প্রদান করেন। অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি- নবীনগরের গর্ব, মোহাম্মদ আশরাফুল আফসার, উপ-সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রদ্ধেও শিক্ষক, অভিবাবক, শিক্ষার্থী ও অতিথি বৃন্দ।
মেধা বিকাশে এভাবে মেধাবীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। সমাজের বিত্তবানরা যদি এভাবে মেধাবীদের পাশে দাঁড়ান হয়ত মেধাবীদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে। যা স্থানীয় থেকে শুরু করে জাতীয় উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ মেধাবিকাশ ও শিক্ষাবিস্তারে আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ’র উত্তর উত্তর সাফল্য কামনা করেন হোসেইন আহমদ খোকন খোকন