মানিকগঞ্জ প্রতিনিধি :
“সংগ্রাম-স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা” এই স্লোগান সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে মানিকগঞ্জ জেলা তথ্য অফিস।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা তথ্য অফিসারের কার্যালয়ে এই স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মো: মেহেদী হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন।
এ সময় বঙ্গমাতার সৃজনশীল কর্মযোগ্য ও বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দুর্লভ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন।
তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবনে অনুপ্রেরণার উৎকৃষ্ট উদাহরণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com