মোহাম্মদ মেরাজ, জেলা প্রতিনিধি-নরসিংদী:
৮ই আগস্ট, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, জনাব -জিএম তালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী মহোদয়।
সভায় সভাপতিত্ব করেন- নরসিংদী শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জননেতা আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল মহোদয়।
সঞ্চালনা করেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু।
এ-ছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।