ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস অনুষ্ঠিত 

বার্তা বিভাগ
আগস্ট ৮, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধি:

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, বাঙালির শিক্ষা সাংস্কৃতি সভ্যতার অমর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মৃত্যু বার্ষিক উপলক্ষে স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে, (৬ আগস্ট) ২০২৩ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়  কালিগঞ্জ সুশীলনের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে স্মরণ সন্ধ্যায় আলোচনার সভায় বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে, ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু) সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের উপ-পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আকতারুজ্জামান পল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কালিগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক,সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম,কালিগঞ্জ সরকারি পাইলট স্কুলের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ ক্রিড়া শিক্ষক সৈয়দ মমিনুর  কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও সংগীত শিল্পী  কনিকা সরকার,নাট্য-অভিনেতা গোলাম আয়ুব (জুলু)দৈনিক সত্যপাঠ এর উপজেলা প্রতিনিধি শেখ আল-নূর আহম্মেদ (ইমন), সুশীলনের এরিয়া ম্যানেজার আবু-জাফর মিলন, অভ্যন্তরীণ অডিট  অফিসার রবীন্দ্র   মণ্ডল,হিসাবরক্ষণ কৃষ্ণা কর্মকার এ ছাড়ও সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সুধীজন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইলা দেবী মল্লিক ও অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কণিকা সরকার, সঞ্জয় সরকার, জাহানারা খাতুন, তাপস ঘোষ, তবলায় সহযোগিতা করেন তাপস ঘোষ ও প্রিয়ান্ত সরকার এ সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি চারণ করে গান, কবিতা,নাটক ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]