চট্টগ্রাম মহানগরের অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার বন্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
সাথে সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে গত কয়েক দিন ধরে অতিভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]