আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৯ বছর পর
প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক
প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অপারেশন থিয়েটার উদ্বোধন
করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল
মামুন জানান, ১৯৭৪ সালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা
হয়। প্রতিষ্ঠার এই দীর্ঘ সময় পর স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র
ঐকান্তিক প্রচেষ্টা ও আগৈলঝাড়া উপজেলার সন্তান স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য
সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারের সহযোগিতায় আধুনিক
যন্ত্রপাতিসহ অত্যাধুনিক অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। এই হাসপাতালে
প্রথমবারের মতো উত্তর বড়মগড়া গ্রামের জটিল জয়ধরের স্ত্রী স্বপ্না বাগচী (৩০)
এর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথমবারের মতো একটি পুত্র সন্তানের জন্ম
দেয়।
সিজারিয়ান অপারেশনে দায়িত্ব পালন করেন গাইনী কনসালট্যান্ট ডা. মশিউর
রহমান, এ্যানেথেস্থিয়া কনসালট্যান্ট ডা. আনিচুর রহমান, মেডিকেল অফিসার
ডা. তরিকুল ইসলাম, সিনিয়র নার্স মাধবী লতা রাজিব, সম্পা ভান্ডারী ও মাধবী
গাইন প্রমুখ।
নবজাতক পুত্র সন্তানের পিতা জটিল জয়ধর জানান, বিনামূল্যে এই হাসপাতালে
আমার স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
চিকিৎসকদের সহযোগিতায় আমার স্ত্রী এবং পুত্র সন্তান দুজনই সুস্থ আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান
অপারেশনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত
হাসপাতালে উপস্থিত হয়ে জানান, এই হাসপাতাল প্রতিষ্ঠার পর এই এলাকার সাধারন
মানুষের চাহিদা ছিলো বিনামূল্যে যে কোন অপারেশন করা। এরই ধারাবাহিকতায়
এতোদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়াতে এখানকার মানুষ যে কোন জটিল
রোগের অপারেশন করতে পারবেন।